
Ami Chini Go Chini Tomare
by Kishore Kumar
on Charulata (Original Motion Picture Soundtrack) (1964)
আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী,
আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী
তুমি থাক সিন্ধুপারে,
তুমি থাক সিন্ধুপারে
ওগো বিদেশিনী,
ওগো বিদেশিনী।
দেখেছি শারদপ্রাতে তোমার,
দেখেছি মাধবী রাতে তোমায়
দেখেছি শারদপ্রাতে তোমার,
দেখেছি মাধবী রাতে তোমায়
দেখেছি...হৃদি-মাঝারে,
তোমায় দেখেছি...হৃদি-মাঝারে,
ওগো বিদেশিনী।
আমি আকাশে পাতিয়া কান,
শুনেছি শুনেছি তোমারি গান
আমি আকাশে পাতিয়া কান,
শুনেছি শুনেছি তোমারি গান
আমি তোমারে সঁপেছি প্রাণ ওগো বিদেশিনী,
আমি তোমারে সঁপেছি প্রাণ ওগো বিদেশিনী।
ভুবন ভ্রমিয়া শেষে,
আমি এসেছি নূতন দেশে
ভুবন ভ্রমিয়া শেষে,
আমি এসেছি নূতন দেশে
আমি অতিথি তোমারি দ্বারে,
আমি অতিথি তোমারি দ্বারে।
ওগো বিদেশিনী,
ওগো বিদেশিনী
ওগো বিদেশিনী,
ওগো বিদেশিনী।
আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী,
ও বউ ঠাকুরানী
Song Comments
Must have JavaScript enabled to comment.On Ami Chini Go Chini Tomare by Kishore Kumar