
Tumi Je Amar
by Geeta Dutt
on Harano Sur (Original Motion Picture Soundtrack) (1957)
তুমি যে আমার, ওগো তুমি যে আমার
তুমি যে আমার, ওগো তুমি যে আমার
কানে কানে শুধু একবার বল, তুমি যে আমার
তুমি যে আমার, ওগো তুমি যে আমার।
আমারি পরাণে আসি, তুমি যে বাজা বাঁশি
আমারি পরাণে আসি, তুমিযে বাজা বাঁশি
সেই তো আমারি সাধনা, চাইনাতো কিছু আর
তুমি যে আমার, ওগো তুমি যে আমার।
তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে
দাওগো আমারে ভরে, নীরব অহংকারে
তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে
দাওগো আমারে ভরে, নীরব অহংকারে।
জীবন ম মাঝে, এসোগো বধুর সাজে
জীবন ম মাঝে, এসোগো বধুর সাজে
সেই তো আমারই জিবনে, তোমারই অভিসার।
তুমি যে আমার, ওগো তুমি যে আমার
কানে কানে শুধু একবার বল,তুমি যে আমার
তুমি যে আমার, ওগো তুমি যে আমার।
Song Comments
Must have JavaScript enabled to comment.On Tumi Je Amar by Geeta Dutt